জেলার খবর
Trending

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চার বছরের শিশুর গায়ে পরল ডিম সেদ্ধ করা গরম জল

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চার বছরের শিশুর গায়ে পরল ডিম সেদ্ধ করা গরম জল

সিউড়ি, আমার খবর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চার বছরের শিশুর গায়ে পরলো গরম জল। শিশুটিকে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে সেখানেই চিকিৎসা চলছে তার। ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ি ১ নম্বর ব্লকের নাগরী পঞ্চায়েতের তালদিহি শিশু শিক্ষাকেন্দ্রে। বুধবার সকালে প্রতিদিনের মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনার পাশাপাশি মিড ডে মিলের রান্না কাজ চলছিল। সে সময় অঙ্গনারী কেন্দ্রের সহায়িকা পানমুনি হাসদা মিড ডে মিলের রান্না কাজ করছিলেন। ডিম সেদ্ধ হয়ে যাওয়া গরম জল বাইরে ফেলার জন্য হাতে নিয়ে দরোজার কাছে আসতেই একটি চার বছরের শিশু কন্যা ধাক্কা মারে পানমুনি হাসদার গায়ে সে সময় তার হাতে থাকা ডিম সেদ্ধ করা গরম জল পড়ে যায় ধাক্কা মারা শিশুটির গায়ে। তড়িঘড়ি সেই বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে এখানেই ভর্তি করা হয়েছে তাকে। এই খবর জানাজানি হতেই ক্ষভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবারের লোকজন। অঙ্গনারী কেন্দ্র এসে ওই সহায়িকাকে তালা মেরে দেন। তবে সবটাই অসাবধানতাবশত হয়েছে স্বীকার করেছেন সকলে।

এই খবর জানতে পেরে শিশুটিকে দেখতে হাসপাতালে পৌঁছে যান বীরভূমের জেলাশাসক বিধান রায়। শিশুটিকে দেখার পর তার পরিবারের সাথে কথা বলেন তিনি। এবং তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের সাবধানে সাথে কাজ করার পরামর্শ দেন। তিনি জানান এ ধরনের ঘটনা না ঘটে তা গুরুত্ব সহকারে নজর দেওয়া হবে। শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সকল সরকারি আধিকারিকেরা। জেলাশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button