
আমার খবর, বোলপুর, মুনতাজ রহমান : অজয়ে জল বাড়ার ফলে অস্থায়ী ফেরিঘাট বন্ধ বীরভূমের জয়দেবের। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ফেরিঘাটি, যাতে যান চলাচল না হয়। বেশ কয়েকদিন আগেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। অতিরিক্ত বৃষ্টি বীরভূমে না হলেও। রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে অল্পবিস্তর বৃষ্টিপাত শুরু হয়েছে। আর সেই বৃষ্টির জল নেমেছে বিভিন্ন নদ নদী গুলিতে। নদনদীতে জল নামার ফলে। বেশ কিছু নদ,নদীতে জলের পরিমাণ বেড়েছে অনেটা। আর এই জল বাড়ার ফলে বেশ কিছু জায়গায় ফেরি ঘাটে জল পৌঁছেছে কানায় কানায়। কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঠিক একইভাবে বীরভূমের জয়দেবে দীর্ঘদিন ধরে রয়েছে অস্থায়ী ফেরিঘাট। এই ফেরি ঘাট দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন অসংখ্য মানুষ। কারণ বীরভূম বর্ধমানের খুব দ্রুত পৌঁছে যাওয়া যায় এই ফেরিঘাট দিয়ে। রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে কিন্তু সেই ব্রিজ উদ্বোধনের অপেক্ষায়। তাই উদ্বোধন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বসাধারণের জন্য বন্ধ রয়েছে নবনির্মিত এই ব্রিজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এলে তিনি এই ব্রিজের উদ্বোধন করবেন তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে এই ব্রিজ। কিন্তু বর্ষার জল যদি আরও বাড়তে থাকে তাহলে কিভাবে যাতায়াত করবেন তা নিয়ে শুরু হয়ে কৌতুহল সাধারণ মানুষের।
এদিন জল কতটা বেড়েছে বা পরিস্থি রয়েছে তা দেখতে হাজির হন ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার।
