জেলার খবর
Trending

অজয় নদের চর থেকে রহস্যজনক গোলাকার ধাতব বস্তু উদ্ধার, সন্দেহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

বোলপুর, আমার খবর : শুক্রবার বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি পঞ্চায়েতের অজয় নদ পার্শ্ববর্তী লাউডোহা গ্রামে নদীর চর থেকে একটি বিরাট আকারের গোলাকার ধাতব পদার্থ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। এই ধাতব পদার্থটি অনেকটা গ্যাস সিলিন্ডারের মতন দেখতে। এদিন নদীর মধ্যে এই গোলাকার বস্তুটি ভেসে আসতে দেখেন অনেকেই। বস্তুটি দেখতে পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তারপরই খবর দেয়া হয় বোলপুর থানার পুলিশকে। ইতিমধ্যে ওই ধাতব গোলাকার বস্তুটিকে ধীরে রাখা হয়েছে।

যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে। যদিও কোন স্পষ্ট হয়নি এই ধাতব বস্তুটি কি। তবে তার আকার ও আকৃতি দেখে মনে করা হচ্ছে বীরভূমের নানান নদীর বালির তলায় একাধিক সময়ে এই ধরনের বস্তু উদ্ধার হয়েছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমান থেকে ফেলা বোমা বলেই মনে করা হয়। তাই এদিন লাউ দোহা গ্রামে উদ্ধার হওয়া ধাতব বস্তুটিকেও সেই সময়েরই বোমা বলে মনে করা হচ্ছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button