জেলার খবর
Trending

অতি বৃষ্টিতে ডুবে গেল কোপাই পাড়ের রিসোর্ট, নৌকায় পর্যটক উদ্ধার!। আমার খবর বীরভূম।

বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : লাগাতার অতি বৃষ্টির জেরে কোপাই নদীর জল ঢুকে পড়ল বল্লভপুরে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র সোনাঝুড়ি আড্ডা রিসোর্টে। রিসোর্টের রুমগুলির বাইরে জল ঢুকে পড়ায় পর্যটকদের নৌকা ব্যবহার করে উদ্ধার করতে হয়েছে। পরিস্থিতির আকস্মিকতায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রুমগুলির বাইরে এক কোমড় জল।

এই বছর বর্ষার প্রকোপে নাকাল জনজীবন। জেলার বিভিন্ন নদ-নদী ফুলেফেঁপে উঠেছে। সিউড়ির তিলপাড়া ব্যারাজের পরিস্থিতিও ভয়াবহ। যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসন পর্যন্ত সতর্ক। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে ব্যারাজ মেরামতির কাজ।

অন্যদিকে, লাগাতার বৃষ্টির কারণে জেলার একাধিক জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। সেই জল নদী পথে প্রবাহিত হয়ে রিসোর্টের মতো নিচু অঞ্চলে ঢুকে পড়ছে। বল্লভপুরের কোপাই নদী সংলগ্ন এই রিসোর্টের একাধিক অংশ ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে।

রিসোর্টে অবস্থানরত পর্যটকদের অনেকেই জানিয়েছেন, “শান্তিনিকেতনের মনোরম পরিবেশ উপভোগ করতে এসেছিলাম, কিন্তু প্রকৃতির রোষে এমন বিপদের মুখে পড়তে হবে, ভাবিনি।”
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য বিপদের কথা ভেবে আগেভাগেই পর্যটকদের রুম খালি করতে বলা হয়েছিল। দ্রুত পরিস্থিতি আরও খারাপ হলে রিসোর্টের অধিকাংশটাই জলের তলায় চলে যেতে পারে।

বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা নিরাপত্তার কথা ভেবে তড়িঘড়ি রিসোর্ট ছেড়ে চলে যান।

Related Articles

Back to top button