
বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়ে আবারও সক্রিয় ভূমিকায় অনুব্রত মণ্ডল। রাজ্য নেতৃত্বের তরফ থেকে চিঠি আসতেই তড়িঘড়ি ডাকা হয়েছে কোর কমিটির বৈঠক। আগামী ৩ আগস্ট বোলপুরের দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিন সন্ধ্যায় অনুব্রতের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়।

দলের অভ্যন্তরীণ সংগঠন মজবুত করতেই এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলের।