জেলার খবর
অল্পের জন্য রক্ষা পেল ডাম্পার সহ চালক ও খালাসি।

মহম্মদ বাজার : ভাষা ব্রিজে অতিরিক্ত জল বাড়ার ফলে ব্রিজের মধ্যেই আটকে পড়লো খালি ডাম্পার। অল্পের জন্য রক্ষা। বীরভূমের মহম্মদ বাজার হরিণ সিংহা এলাকায় পচ্চনপুরের দ্বারকা নদীতে অতিরিক্ত জল বৃদ্ধি ফলে ডুবে গেল ভাষা ব্রিজ হাঠাৎ জল বেড়ে যাওয়ার ফলে একটি পাথর লোড করতে যাওয়ার খালি ডাম্পার ওই ব্রিজের মধ্যে আটকে পড়ে গাড়িতে থাকা ড্রাইভার ও খালাসি প্রাণে বাঁচে।

কোন ক্ষয়ক্ষতি এখনো অব্দি হয়নি কিন্তু জল এমন বাড়তে থাকলে ডাম্পারটি উল্টে যাবে বলে অনুমান এলাকাবাসীদের।