আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন দুবরাজপুরে।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন দুবরাজপুরে।

আমার খবর, দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ : আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আজকের দিনে অর্থাৎ ২৬ জুন আন্তর্জাতিক মাদক সেবন এবং মাদক পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। এই দিনটি পালন করার উদ্দেশ্য হল মাদক সেবন ও মাদক পাচারের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিরোধের ব্যবস্থা করা। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর থানার সহযোগিতায় এবং পরিবর্তন নেশা মুক্তি কেন্দ্র ও প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকের দিনটি পালন করা হয় দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার সাব ইন্সপেক্টর বরুণ দাস, শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাসিশ চট্টরাজ, পরিবর্তন নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার রাহুল গড়াই, প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অভীক মিশ্র সহ আরও অনেকে। এদিন উপস্থিত অতিথিরা শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ছাত্রদের সামনে নেশা থেকে দূরে থাকার এবং আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন।
