
বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ, শনিবার থেকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল “আমাদের পাড়ায় আমাদের সমাধান” কর্মসূচি। সেই উপলক্ষে বীরভূম জেলার বোলপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে প্রথমদিন থেকেই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেল।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য – মানুষের দরজায় দরজায় পৌঁছে সরকারি পরিষেবা প্রদান। সেই লক্ষ্যে এক ছাতার তলায় হাজির হন বিভিন্ন দফতরের আধিকারিকরা, যাতে সহজেই সাধারণ মানুষ নিজের সমস্যার সমাধান পেতে পারেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বোলপুর মহকুমাশাসক অয়ন নাথ, বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক বিশিষ্টজন।
জনগণের অভাব-অভিযোগ, বেনিফিশিয়ারি পরিষেবা, স্বাস্থ্য, আবাসন, পেনশন, রেশন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, কৃষি সহ একাধিক বিষয়ে পরিষেবা ও সাহায্য প্রদান করা হয় এদিন।
উল্লেখ্য, এই কর্মসূচি আগামী কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে চলবে, যাতে প্রত্যন্ত এলাকাতেও মানুষের কাছে পরিষেবা পৌঁছয়।