জেলার খবর
Trending

আর্থিক দুর্নীতির অভিযোগ সিউড়ি পৌরসভার বিরুদ্ধে।

সিউড়ি, আমার খবর : আর্থিক দুর্নীতির অভিযোগে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতরের হানা সিউড়ি পৌরসভায়। আর্থিক দুর্নীতির আঙ্গুল সিউড়ি পৌরসভার পৌরপতি উজ্জ্বল চ্যাটার্জির বিরুদ্ধে।
বীরভূম জেলার সিউড়ি পৌরসভায় আর্থিক দুর্নীতির অভিযোগে হানা চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে গোটা শহর জুড়ে। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতরের ডিরেক্টরেট অফ লোকাল বডিজ (DLB) তদন্তকারী আধিকারিকরা সম্প্রতি পৌরসভায় হানা দিয়ে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে তারা। সিউড়ির কয়েকজন কাউন্সিলরের লিখিত অভিযোগের ভিত্তিতে এই হানা। আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে।

তদন্তকারী দল সিউড়ি পৌরসভায় এসে বিভিন্ন নথিপত্র, হিসাবের খাতা এবং প্রকল্প-সংক্রান্ত রেকর্ড খতিয়ে দেখেন। সূত্রের খবর, তদন্তকারীরা বিশেষ করে গত কয়েক বছরের আর্থিক লেনদেন, ঠিকাদারদের পেমেন্ট এবং উন্নয়ন প্রকল্পের বিলের উপর নজর রাখছেন। এছাড়া, পৌরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তহবিল বরাদ্দের বিবরণও তলব করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নেওয়ার কথাও ভাবছেন তদন্তকারী অফিসারেরা।

আধিকারিকদের হানার বিষয় নিয়ে সিউড়ি পৌরসভার পৌর পতি জানান এর আগেও এমন অভিযোগ এসেছে তার নামে। আধিকারিকরা খতিয়ে দেখুক কতটা সত্যি কতটা মিথ্যা।

তবে এই বিষয় নিয়ে কোন কাউন্সিলর মুখ খুলতে চাননি।

Related Articles

Back to top button