
শান্তিনিকেতন: বীরভূম জেলার কোন ফুটবল একাডেমি এই প্রথম দেশের সর্বোচ্চ ফুটবল খেলা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেলো। এই আনন্দঘন মুহূর্তকে উপভোগ করতে ট্রাইবাল খেলোয়াড়দের নিয়ে বোলপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে এই ফুটবল একাডেমি। অনুষ্ঠানে প্রায় ৫০ জন খেলোয়াড় ছাড়াও স্থানীয় কোচ এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্মকর্তা তথা উত্তর ২৪ পরগনা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সহযোগী শান্তিনিকেতন ট্রাইবাল ফুটবল একাডেমী। এরা খুব ভালো কাজ করেছে। এদের কাজের সুগন্ধ আই এফ এ পর্যন্ত পৌঁছে গেছে। এ কারণে তারা স্বীকৃতি পেয়েছে। তাদের অনেক দূরে যেতে হবে। কলকাতা ফুটবল লিগ শেষ হলে ১৫ দিনের জন্য আমি এই একাডেমীর খেলোয়ারদের কলকাতা নিয়ে যাব। সেখানে তারা লীগের খেলোয়াড়দের সাথে খেলবে এবং পাশাপাশি তাদের কোচের কাছ থেকেও প্রশিক্ষণ নেবে।শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির প্রতিষ্ঠাতা কৌশিক ঘোষ জানান সাব- জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র এই তিনটি ডিভিশনে মোট ৫০ জন খেলোয়াড় আছে। এরা সবাই আদিবাসী সম্প্রদায় ভুক্ত। আমাদের নিজস্ব বড় মাঠ নেই। একটা ছোট মাঠে প্র্যাকটিস করতে হয়। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। আজকে বলার অপেক্ষা রাখে না আদিবাসীরা সমস্ত ক্লাব এবং লীগ ম্যাচে সকলের নজর কেড়েছে।। এমনকি গত ন্যাশনাল লীগে বাংলা যেখানে চ্যাম্পিয়ন হয়েছে সেখানেও আদিবাসী খেলোয়াররা তাদের উল্লেখযোগ্য ছাপ রেখেছে। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান আমার খবর বীরভূম।
