জেলার খবর
Trending

ইন্দাশ প্রাথমিক স্কুলে শারদ উৎসব ও আনন্দমেলা

ইন্দাশ প্রাথমিক স্কুলে শারদ উৎসব ও আনন্দমেলা

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় দেবশ্রী মজুমদার : লাভপুর দক্ষিণ চক্রের অন্তর্গত ইন্দাশ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল শারদ উৎসব ও আনন্দমেলা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃন্ময় মুখার্জি ও সহ-শিক্ষক শুভেন্দু মন্ডল, আবির চ্যাটার্জী, পরেশ গুঁই ও শিউলি পালের উদ্যোগে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানে অভিভাবক-অভিভাবিকা টেন্টু ঘোষ, রাজকুমার দাস, মিঠু মন্ডল, পূর্ণিমা মন্ডল ও গৌরী কৈবর্ত সক্রিয়ভাবে অংশ নেন। শিশুদের নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।


বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে রিতম মন্ডল, রিক কুমার দাস, ঋষি মির্ধা (পঞ্চম শ্রেণী), অভিলিপসা চক্রবর্তী (চতুর্থ শ্রেণী), শ্রাবণী মন্ডল ও দিপ্তা মন্ডল (দ্বিতীয় শ্রেণী) তাদের প্রতিভা প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়।
গ্রামের মানুষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মিলিত অংশগ্রহণে শারদ উৎসব ও আনন্দমেলা এক অনন্য মাত্রা পায়।


প্রতিবার মহালয়ার দিন বিশ্বভারতীতে হয় আনন্দবাজার। সেই ধারাই ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী গ্রামের প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতেও, যা সকলের কাছেই আনন্দের।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button