উচ্চমাধ্যমিকের বিশেষ নজির — নার্সিংহোমে পরীক্ষা দিলেন ছাত্রী মেম ঘোষ
উচ্চমাধ্যমিকের বিশেষ নজির — নার্সিংহোমে পরীক্ষা দিলেন ছাত্রী মেম ঘোষ

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের শেষ দিনে দৃষ্টান্ত স্থাপন করল বীরভূম জেলা শিক্ষা দপ্তর। নানুর থানার খালা পাপড়ি গ্রামের বাসিন্দা বাহিরী ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মেম ঘোষ আজ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অংশ নিলেন এক বেসরকারি নার্সিংহোমে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ই সেপ্টেম্বর বোলপুর শৈল্যবালা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মেম ঘোষ পা পিছলে পড়ে যান। এতে তাঁর ডান পায়ের ম্যালুই চাকি সম্পূর্ণ ভেঙে যায়। এর ফলে হাসপাতালে ভর্তি থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছিল না।
তবে বীরভূম জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অভিজিৎ নন্দনের তৎপরতা এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় নার্সিংহোমেই বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়। জেলা অ্যাডভাইজরি কমিটি ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

মেম ঘোষের মা-বাবা জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।