
বোলপুর, মুনতাজ রহমান : ২১শে জুলাই শহীদ সমাবেশ সফল করতে কোলকাতার ধর্মতলার যাবার বার্তা দিতে বোলপুরে মহামিছিলে পদযাত্রায় পা মেলালেন অনুব্রত মন্ডল। এদিন বোলপুর চৌরাস্তা থেকে মহামিছিলটি শুরু হয় বড় মসজিদ হয়ে আবার বোলপুর চৌরাস্তায় মিছিলটি শেষ হয়। এদিনের মহা মিছিলে কয়েক হাজার তৃনমূল কর্মী সমর্থকরা পথে নামেন।

অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ, বোলপুর পৌরসভার পুর প্রধান পর্ণা ঘোষ সহ বোলপুর শহর ও ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পদযাত্রা শেষে অনুব্রত মণ্ডল জানান একুশে জুলাই এর কথা। বিস্তারিত খবর ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।