
বোলপুর, আমার খবর : একুশে জুলাই সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে বোলপুর দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের বৈঠকে কোর কমিটির নয়জন সদস্যের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন। আরেক সদস্য সুদীপ্ত ঘোষ বিশেষ কাজে বাইরে আছেন। বোলপুরে আয়োজিত দলীয় তৃণমূল কার্যালয়ে কোর কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম সাংসদ শতাব্দি রায়, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় , জেলা সভাধিপতি কাজল শেখ, লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহা ও বোলপুরে সাংসদ অসিত মাল।
পরবর্তী কোর কমিটি এবং জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বোলপুর দলীয় কার্যালয়ে ২৬ শে জুলাই যথাক্রমে আড়াইটা এবং সাড়ে তিনটা নাগাদ বলে জেলা তৃণমূল সুত্রে জানা গেছে। ইতিমধ্যে কোর কমিটির একটি বৈঠক হয়ে গেছে। তবে জেলা কমিটির বৈঠক হয়নি। দলীয় শীর্ষ নেতৃত্ব অনুশাসন মতে দুটি কোর কমিটি এবং একটি জেলা কমিটির বৈঠক হতে হবে। আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী সিউরি এবং রামপুরহাটেও এই বৈঠক গুলি হবে বলে কোর কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

তিনি জানান, মূলত কয়টি বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলি হল যথাক্রমে বন্যা পরিস্থিতির আশঙ্কা, তা রোধে পরিকল্পনা, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা, একুশে জুলাই সভা এবং দলীয় সংগঠন সংক্রান্ত আলোচনা। একুশে জুলাই যাতে কর্মীদের কোন অসুবিধা না হয় সেটা দেখা হবে। বাসের স্টিকার ইতিমধ্যেই চলে এসেছে। শতাধিক বাস জেলা থেকে যাবে। পাশাপাশি সাতাশে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান হবে। সেখানে কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। জেলা সভাধিপতি ফায়েজুল হক তথা কাজল শেখ জানান, কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার কারণে এই বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হল। পরবর্তী বৈঠক বোলপুরের দলীয় কার্যালয় হবে। তার শরীর সুস্থ হলে নিয়মমাফিক রামপুরহাট সিউড়িতেও হবে। এছাড়াও মুরারই নিয়ে কিছু লিখিত অভিযোগ এসেছে। সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ওখানকার পর্যবেক্ষক। তিনি বিষয়টি দেখছেন। একুশে জুলাই নিয়ে কাজল শেখ জানান, যে সমস্ত মহকুমা গুলি থেকে ট্রেনে যাতায়াতের সুবিধা সেখান থেকে কর্মী সমর্থকরা ট্রেনে করেই যাবেন। যেমন আগের দিন সাধারণত সবাই ট্রেনে করে যান, সে রকম যাবেন। বাকি সাত আটটা যেখান থেকে ট্রেন ধরার অসুবিধা, সেখান থেকে মহকুমা পিছু ১০-১২টা করে বাস ছাড়বে। অর্থাৎ জেলা থেকে এক দেড়শ টা বাস যাবে। একুশে জুলাই সভায় জেলা থেকে লক্ষাধিক মানুষ যাবে। আগের মতই ঘুগনি মুড়ি খাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়াও সাতাশে জুলাই বাসা পাড়ায় শহীদ স্মরণ অনুষ্ঠানেও কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এই সভা সকলের। এক কথায় যে শহীদদের রক্তের মধ্য দিয়ে দলের উত্থান সেই শহীদদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। বীরভূম সাংসদ শতাব্দী রায় বলেন, মূলত একুশে জুলাই কে সামনে রেখে আমাদের এই জেলা কমিটির বৈঠক হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিউড়ি নিয়ে কোন অভিযোগ এখনও পর্যন্ত আসেনি , এলে বৈঠকে নিশ্চয়ই আলোচনা হবে। তবে যতদূর জানি বিষয়টি দেখছেন, বিধায়ক বিকাশ রায় চৌধুরী।