
বোলপুর, মুনতাজ রহমান : এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য ও বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। একসময় তিনি নিজ ইচ্ছায় এসএফআই রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেছিলেন এবং তারপর দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলে সক্রিয় ছিলেন না।
আজ সন্ধ্যায় বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের হাত থেকে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা গ্রহণ করে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোমনাথ সৌ জানান, বিশ্বভারতীতে আন্দোলনের সময় অনুব্রত মণ্ডল ব্যক্তিগতভাবে তাঁকে সাহায্য করেছিলেন, তখন কোনো রাজনৈতিক দল নয়, শুধু ছাত্রদের স্বার্থকেই গুরুত্ব দিয়েছিলেন। আর সেই মানবিক সহায়তার স্মৃতিতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।