ঐতিহ্যের পথ ধরে— মা বেলেড়া মন্দিরে প্রতিমা গড়ার কাজ জোর কদমে”
ঐতিহ্যের পথ ধরে— মা বেলেড়া মন্দিরে প্রতিমা গড়ার কাজ জোর কদমে”

রাজনগর, সংকল্প দে : রাজনগর থানার অন্তর্গত বেলেড়া গ্রামে ভক্তিময় পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মা বেলেড়া মন্দিরের দুর্গাপূজা উপলক্ষে মাতৃ প্রতিমা তৈরির কাজ।
কাদামাটি ও খড় দিয়ে শিল্পীদের যত্নশীল হাতে ধীরে ধীরে রূপ পাচ্ছেন মহামায়া। প্রতিটি আঘাতের তুলি আর প্রতিটি বাঁশের বাঁধনে ফুটে উঠছে ভক্তির প্রতিচ্ছবি। স্থানীয় গ্রামবাসীরাও প্রতিমা গড়ার এই শুভ কাজে শিল্পীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন।
শতাব্দী প্রাচীন এই পূজা ঘিরে প্রতি বছরই বেলেড়া গ্রামে জমে ওঠে উৎসবের আমেজ। এবছরও সেই ঐতিহ্যকে ধরে রেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আগাম আনন্দ ও উচ্ছ্বাস। পূজার দিনগুলোতে মন্দির প্রাঙ্গণে হাজারো মানুষের ভিড় হবে বলে আশা করছেন আয়োজকরা।

গ্রামের প্রবীণরা জানাচ্ছেন, “মা বেলেড়ার আশীর্বাদেই আমাদের গ্রামে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। দুর্গোৎসব শুধু পূজা নয়, এ আমাদের গ্রামীণ সংস্কৃতি ও মিলনমেলার অন্যতম অঙ্গ।”
মা বেলেড়া মন্দিরের দুর্গাপূজা তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এক ঐতিহ্য, এক আবেগ, এক গর্ব—যা বেলেড়া গ্রামকে প্রতি বছর আলোকিত করে তোলে।