জেলার খবর
Trending

কচু বোঝাই ট্রাক্টর উল্টে মৃত ১ আহত ৭ জন শ্রমিক।

রামপুরহাট : বীরভূমের রামপুরহাটে ১৪ নাম্বার জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা, মৃত ১ আহত ৭ জন। একটি কচু বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের আহত সাতজন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার আনুমানিক সন্ধে ছটা নাগাদ রামপুরহাট থেকে নলহাটির দিকে একটি কচু বোঝায় ট্রাক্টর যাচ্ছিল সেই ট্রাক্টরের ওপর শ্রমিকরা বসেছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রামপুরহাট থানার বিনোদপুর মোড়ের কাছে উল্টে যায় ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন শ্রমিকের, এলাকাবাসীরা তড়িঘড়ি জখম ব্যক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামপুরহাট থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাক্টরটি বেপরোয়া গতিতে আসছিল সেই কারণেই এই পথ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করেন ওই এলাকায় স্পিড ব্রেকার দেওয়ার দাবি তুলে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই রাস্তায় প্রায় দিন দুর্ঘটনা ঘটছে সেই কারণে ওই এলাকায় স্পিড ব্রেকার দেওয়া প্রয়োজন আছে, প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Back to top button