জেলার খবর
Trending

কজওয়ে ভেঙে যাওয়ায় দশটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন।

দুবরাজপুর, সেখ অলি মহম্মদ : কয়েকদিন ধরে নিম্নচাপের ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক গ্রামের কজওয়ে জলের তলায়। এমনকি একাধিক জায়গায় কজওয়ে ভেঙ্গে এক গ্রাম থেকে অন্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঠিক তেমনি ছবি ধরা পড়লো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর গ্রামে। খোয়াজ মহম্মদপুর ও বোধগ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ে ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন প্রায় দশটি গ্রামের স্কুলছাত্রী থেকে ব্যবসায়ী, চাষি থেকে গ্রামের মানুষজন। শুধু তাই নয়, খোয়াজ মহম্মদপুর গ্রামের কোনো মানুষ মারা গেলে কবর দিতে যেতে হয় এই শাল নদী পেরিয়েই। বর্তমানে এই কজওয়ের একাংশ ভেঙ্গে যাওয়ার ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এই গ্রামে কেউ যদি মারা যান তাহলে তার মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে হলে প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথে যেতে হবে। তাছাড়াও যাদের খুবই দরকার তারা জলে নেমে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে এই কজওয়েটি মেরামত করার ব্যবস্থা করা হোক। গ্রামবাসীদের পক্ষ থেকে গণস্বাক্ষর করে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয় জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবির হাতে।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বীরভূম জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান ও তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক। তারা পুরোটাই ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন। সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করে নেন প্রত্যেকেই।

Related Articles

Back to top button