জেলার খবর
Trending

কথা রাখলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের স্থায়ী দোকান নির্মাণের সূচনা

কথা রাখলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের স্থায়ী দোকান নির্মাণের সূচনা

বোলপুর, মুনতাজ রহমান : কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। শহরের বেশ কিছু জায়গায় স্থায়ী দোকানঘর তৈরির কাজ শুরু। এদিন বোলপুরের ভূবনডাঙা এলাকায় ভিতপুজোর মধ্য দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।

বোলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সামিল হন ফুটপাতের দোকানদার থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফুটপাতে অস্থায়ীভাবে দোকান চালিয়ে সংসার চালাচ্ছিলেন বহু মানুষ। স্থায়ী দোকান ঘর নির্মাণ শুরু হওয়ায় তাঁরা ভীষণ খুশি ও আপ্লুত।

মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আগেই ঘোষণা করেছিলেন—শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের উদ্যোগে বোলপুর শহরজুড়ে একাধিক জায়গায় নতুন মার্কেট গড়ে তোলা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে।

সেদিন যাদের চোখের সামনে সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছিল আজ তারা আপ্লুত। এতদিন ফুটপাতে বসে অস্থায়ীভাবে দোকান চালিয়ে সংসার চালাতে তারা। আজ তারা পাকাপাকিভাবে স্থায়ী দোকান ঘর পাবে তা ভেবে ভিষণ খুশি। ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, পৌর কাউন্সিলর সুকান্ত হাজরা এবং এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button