কুসংস্কারের বলি এক মহিলা। সাপে কাটা মহিলাকে হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হলো ওঝার কাছে।

বীরভূম,তারাপীঠ আমার খবর : আবারও কুসংস্কারের বলি এক মহিলা । সাপে কাটা এক মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে ওঝার কাছে নিয়ে যাওয়া হল। ঘন্টার পর ঘন্টা ধরে চলল ঝাড়ফুঁক। তবে শেষ রক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়লে ওই মহিলা। এই ঘটনায় ফের প্রমাণিত হল যে, এখনও শিক্ষার আলো সর্বত্রে পৌঁছয়নি।
সাপে কামড়ানোর পর চিকিৎসকের কাছে না গিয়ে এক বয়স্ক মহিলাকে নিয়ে ওঝার দ্বারস্থ হয়ে ছিলেন পরিবার। শেষ পরিণতি হলো মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের তারাপীঠ থানার খামেড্ডা গ্রামে।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম পূর্ণিমা দলুই তার বয়স ৫৫ বছর। তাঁর বাড়ি বীরভূমের তারাপীঠ থানার খামেড্ডা গ্রামে। পরিবার সুত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার রাত আনুমানিক ১২:৩০ টা নাগাদ বাড়িতেই পূর্ণিমা দলুই ঘুমিয়ে ছিলেন সেই সময় মোশারির বাইরে একটি বিষধর সাপ হাতে কামড়ে দেয়, তারপর বিষয়টি পরিবারের সদস্যদেরকে জানানোর পর, রাতেই গ্রামের এক ওঝার দ্বারস্থ হয় পরিবার রাতভর চলে ঝাড়ফুঁক। ভোররাত পর্যন্ত পূর্ণিমা দলুই সুস্থ ছিলেন, সকালের দিকে আবার অসুস্থতা বোধ শুরু হলে শেষ মেষ সকাল নটার দিকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনার সময় মৃত্যু হয় পূর্ণিমা দলুইয়ের। সকাল ১০:৪০ মিনিট নাগাদ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। রবিবার দুপুরে ময়না তদন্ত সম্পূর্ণ হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় সচেতনমূলক প্রচার করা হলেও আবারও এই ঘটনা প্রমাণ করলো এখনও শিক্ষার আলো সর্বত্রে পৌঁছয়নি, ওই ওঝার বিরুদ্ধে কোন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে নজর সকলের।