জেলার খবর
Trending

"কৃষকবন্ধু আপনি কেমন আছেন?" বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবেন বিশ্বভারতীর পড়ুয়ারা।

শান্তিনিকেতন, মুনতাজ রহমান ও দেবস্মিতা চট্টোপাধ্যায় :  কৃষিপ্রধান দেশ আমাদের ভারতবর্ষ। বিভিন্ন সরকারি হিসেব যেমন আদমশুমারি, কৃষি শুমারি, জাতীয় নমুনা জরিপ মূল্যায়ন এবং পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপ থেকে জানা যাচ্ছে ভারতবর্ষ কৃষকের সংখ্যা ৩৭ মিলিয়ন থেকে ১১৮ মিলিয়ন পর্যন্ত। এঁদের কখনও কেউ প্রশ্ন করেন না, “আপনি কেমন আছেন?” অথচ চাষ বন্ধ হলে আমাদের কারও চলবে না।
অমৃত ইন্টার্নসিপ প্রকল্পে ইন্ডিয়ান পটাশ লিমিটেড ফাউন্ডেশনের ফান্ডিংয়ে নতুন দিশা নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হল বিশ্বভারতীর জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগে। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, আইপিএল ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজ়র প্রাক্তন আইএএস অফিসার রাজীব রঞ্জন, বিভাগীয় প্রধান অমিত কুমার হাজরা সহ আরও অনেকে। জানা গিয়েছে, কৃষকবন্ধু আপনি কেমন আছেন? এই ভাবনা থেকেই বিশ্বভারতীর সংশ্লিষ্ট বিভাগের প্রায় ৬০ জন পড়ুয়া ১০০ টি কৃষক পরিবারের সঙ্গে দেখা করবেন। প্রকৃতপক্ষে তাঁরা কেমন আছেন, ওঁদের চাষের সুবিধা অসুবিধা বিষয়ে তথ্য সংগ্রহ করবেন। এর একটাই উদ্দেশ্য কীভাবে কৃষকদের আয় দ্বিগুণ করা যায় তার উপায় বের করা। দেশের বড় সংখ্যক কৃষকদের মধ্যে ৮৬% কৃষকই প্রান্তিক কৃষক। অন্যদিকে দেশের জনসংখ্যাও ক্রমবর্ধমান। এই অবস্থায় নিরবচ্ছিন্ন কৃষিকাজ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ভীষণ গুরুত্বপূর্ণ দিক।


কৃষকদের আয় দ্বিগুণ করার কথা মাথায় রেখে বারবার ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম (আইএফএস) মডেলের কথা বলা হচ্ছে। এদিন বিশ্বভারতীর উপাচার্য তথা কৃষি বিজ্ঞানী প্রবীর কুমার ঘোষের বক্তব্যেও উঠে এল সেই প্রসঙ্গ। কী এই আইএফএস? একটি কৃষি খামারের বিভিন্ন উপাদান যেমন, ফসল, পশু, মাছ, হাঁস-মুরগি ইত্যাদি একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত করা হবে, যাতে একটি উপাদান থেকে উৎপন্ন বর্জ্য অন্যটির জন্য সম্পদে পরিণত হয়। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যেতে পারে পশু থেকে পাওয়া গোবর, সার হিসাবে জমিতে ব্যবহার করা যেতে পারে, যা ফসলের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়াও, মাছ চাষের জন্য পুকুরে হাঁস-মুরগি পালন করা যেতে পারে, মাছ চাষের প্রাকৃতিক সার হিসেবে হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহার করা যাবে। উপাচার্য এদিন বলেন, “সবুজ বিপ্লবের মূল লক্ষ্য ছিল বীজ এবং সেচ। এবার শস্যের উৎপাদন বৃদ্ধিতে মনোনিবেশ করতে হবে। কৃষকদের আয় দ্বিগুণ করা হবে

বিস্তারিত খবর ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button