কোর কমিটির বৈঠকে পাড়ায় সমাধানে গুরুত্ব
কোর কমিটির বৈঠকে পাড়ায় সমাধানে গুরুত্ব

বোলপুর, দেবশ্রী মজুমদার : বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে পাড়ায় সমাধান প্রকল্প এবং বিভিন্ন এলাকায় মানুষের অভাব অভিযোগ বেশি গুরুত্ব পায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জেলার দুই সংসদ শতাব্দী রায় ও অসিত মাল এছাড়াও জেলার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দোপাধ্যায়, লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং অন্যান্য। বৈঠক শেষে বীরভূম সাংসদ শতাব্দী রায় জানান, বৈঠকে পাড়ায় সমাধান কে বেশি গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, কিছু এলাকার সমস্যা নিয়ে আলোচনা হয়। সামনের ১৫ তারিখ ক্যামার্সিটি জেলার নেতৃত্ব সাংসদ বিধায়ক সকলের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আমরা সবাই হাজির থাকবো। অনুব্রত মণ্ডল বলেন, গ্রাম শহর মিলে আমাদের প্রায় সাড়ে চারশোর বেশি পাড়ায় সমাধান হয়েছে। খুব ভালো কাজ হয়েছে।

১৫ তারিখ আমাদের কলকাতায় বৈঠক আছে। সেখান থেকেই আমরা জানতে পারবো পুজোর সময় আমাদের কি ভূমিকা থাকবে এবং পূজোর পর আমাদের কি করতে হবে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।