ক্যুইন্টাল ক্যুইন্টাল মাছ বিষ দিয়ে মারার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,থানার দ্বারস্থ গ্রামবাসীরা।

ক্যুইন্টাল ক্যুইন্টাল মাছ বিষ দিয়ে মারার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। শেষমেশ থানার দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামে। বালিজুড়ি গ্রামে রাইনাপাড়ায় রাইনা নামে একটি পুকুর রয়েছে। চন্দ্রশেখর মুখার্জির নামে এক ব্যক্তি লিজে ওই পুকুরে মাছ চাষ করেন। তাদের পক্ষ থেকে ওই পুকুরে বিষ দেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। যার ফলে ঐ পুকুরে ক্যুইন্টাল ক্যুইন্টাল মাছ মরে ভেসে ওঠে। গতকাল মাছগুলি জলের উপর ভেসে ওঠার ফলে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, মরা মাছগুলি সরিয়ে পরিষ্কার করতে বললে তারা জানান, সরাবো না যা পারিস করে নে। আর এরপরেই রাইনাপাড়ার মানুষজন ও বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য একত্রিত হয়ে দুবরাজপুর থানার দ্বারস্থ হোন।
দুবরাজপুর থেকে সেখ ওলি মহম্মদ এর রিপোর্ট, আমার খবর বীরভূম
