খুজুটিপাড়া গার্লস জুনিয়র হাইস্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন
খুজুটিপাড়া গার্লস জুনিয়র হাইস্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন

নানুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : গ্রামের মেয়েদের পড়াশোনায় নতুন অধ্যায়ের সূচনা হল খুজুটিপাড়া গার্লস জুনিয়র হাইস্কুলে। বহু প্রতীক্ষিত স্মার্ট ক্লাস রুম অবশেষে চালু হল আজ, বৃহস্পতিবার, যা তৈরি হয়েছে নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝির বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে। উদ্বোধনী পর্বে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়া সবার চোখেমুখে ছিল আনন্দ আর প্রাপ্তির অপূর্ব মেলবন্ধনের ইঙ্গিত।
ক্লাসরুমটির উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি। আরও উপস্থিত ছিলেন নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায় এবং নানুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহঃ হাসনে ইমাম।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই স্মার্ট ক্লাস রুম শুধু একটি কক্ষ নয়, বরং স্বপ্নপূরণ ও লক্ষ্যমাত্রাভেদের অঙ্গ। গ্রামের মেয়েরা এখন থেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে পড়াশোনার সুযোগ পাবে বলে খুশি তাঁরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানালেন, ভবিষ্যতের পথে দৃঢ় একটা পদক্ষেপ নেওয়া গেল। এদিন ছিল শারদ উৎসবের আয়োজনও। তাতে মেতে ওঠে পড়ুয়ারা।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।