
সিউড়ি, আমার খবর : খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত। বিগত চার বছর আগে রাজনগর থানার গোবরা গ্রামে কুপিয়ে খুন করা হয় এক মহিলাকে। মৃত মহিলার স্বামী সন্তোষ চৌধুরি খুনের অভিযোগ দায়ের করেন তিনজনের নামে। অভিযোগকারীদের মধ্যে ছিল একজন নিজের আত্মীয়। ঘটনার সূত্রপাত বিবাহ বহির্ভূত সম্পর্ক ও আর্থিক লেনদেন। মহিলাকে খুন করে ফেলে দেয়া হয় কাঁদরের কাছে। খুনের ঘটনায় তিনজন অভিযুক্ত কে গ্রেফতার করা হয়। সেই মামলা এতদিন চলছিল সিউড়ি আদালতে। সমস্ত সাক্ষ্য প্রমান খতিয়ে দেখে বিচারক মূল অভিযূক্ত মাধব গড়াইকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন।
