খোয়াই হাটে যুবতীর দেহ উদ্ধারের পর দুই সপ্তাহ কেটে গেলেও পরিচয় অজানা
খোয়াই হাটে যুবতীর দেহ উদ্ধারের পর দুই সপ্তাহ কেটে গেলেও পরিচয় অজানা

শান্তিনিকেতন, আমার খবর : শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাটে দুই সপ্তাহ আগে উদ্ধার হয়েছিল এক যুবতীর দেহ। দেহ উদ্ধারের পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ালেও এতদিনে মৃতার পরিচয় জানাতে পারেনি পুলিশ। ফলে রহস্য ঘনীভূত হয়েছে আরও বেশি। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে খবর দেন হাটের ব্যবসায়ীরা। শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালেও মৃত্যুর প্রকৃত কারণ বা পরিচয় সম্পর্কে কোনও সূত্র মিলছে না। টাওয়ার ডাম্প করে দুষ্কৃতীদের খোঁজে নামলেও পুলিশ এখনও নিশ্চিতভাবে কাউকে শনাক্ত করতে পারেনি।
ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন খোয়াই হাটের ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরে মানুষ জন। তাদের অভিযোগ—হাজারো পর্যটক আসা-যাওয়ার পরও হাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। সেই সুযোগ নিয়েই অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে।

পুলিশের দাবি, তদন্ত চলছে এবং বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও তথ্য হাতে আসেনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে।
এদিকে রহস্যজনকভাবে এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শান্তিনিকেতন-সংলগ্ন এলাকায়। স্থানীয়দের প্রশ্ন—“এভাবে নিরাপত্তাহীন খোয়াই হাটে প্রতিদিন হাজার হাজার পর্যটক এলে, আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটবে না তো?”
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।