জেলার খবর
Trending
গভীর রাতে অবৈধ বালি ঘাটে জেলা শাসকের অভিযান, আটক একাধিক ডাম্পার ও যন্ত্রপাতি
গভীর রাতে অবৈধ বালি ঘাটে জেলা শাসকের অভিযান, আটক একাধিক ডাম্পার ও যন্ত্রপাতি

নানুর, আমার খবর : বর্ষাকালে নদী থেকে বালি তোলা নিষিদ্ধ থাকা সত্ত্বেও রমরমিয়ে চলছিল বীরভূমের নানুরের অজয় নদী থেকে অবৈধ বালি উত্তোলন। সোমবার গভীর রাতে নানুরের প্রতাপপুর চক, পালিতপুর সহ একাধিক বালি ঘাটে অভিযানে নামেন জেলা শাসক বিধান রায়।

অভিযানে ধরা পড়ে ১৫টিরও বেশি বালি ভর্তি ডাম্পার, চারটি আর্থ মুভার, দুটি সাকশন মেশিন। উপস্থিত ছিলেন নানুরের বিডিও, স্থানীয় পুলিশ ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের (BLR) আধিকারিকরা। জেলা প্রশাসন জানিয়েছে, বর্ষাকালে অবৈধ বালি তোলা রুখতে এ ধরনের অভিযান চলবে।