জেলার খবর
Trending

গরু পাচার সন্দেহে গণপিটুনি দুর্গাপুরে, উত্তাল জয়দেবে তৃণমূল!

বোলপুর, মুনতাজ রহমান (বাপি) : দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে বেশ কয়েক জন ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মারধরের শিকার সেখ লকাই নামে ওই ব্যক্তি বীরভূম জেলার জয়দেবের ছোট চক গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার তীব্র প্রতিবাদে শনিবার জয়দেব বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইলামবাজার অঞ্চল ও ব্লকের তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পরিকল্পিতভাবে শেখ লকাইকে মারধর করা হয়েছে।

স্থানীয় নেতৃত্বের বক্তব্য, “গরু পাচারের সন্দেহের অজুহাতে বিজেপি কর্মীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এভাবে সাধারণ মানুষকে মারধর করা একপ্রকার রাজনৈতিক সন্ত্রাস।”

তৃণমূলের দাবি, ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তদের পরিচয় বা আটক সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত মেলেনি।

এই বিষয়ে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজরুল রহমান ওরফে তরু।

Related Articles

Back to top button