গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

দুবরাজপুর, শেখ অলি মহম্মদ :বীরভূমের দুবরাজপুর মহকুমা আদালত এক নারকীয় হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। ঘটনাটি ঘটেছিল দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোধগ্রামে। নিহতের নাম রকিনা বিবি। অভিযোগ, ২০১৯ সালের ২১শে ফেব্রুয়ারি রাতে স্বামী শেখ নইমুদ্দিন নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন করে। সেই ঘটনার ভিত্তিতে মৃতার মা কলি বিবি দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর অবশেষে আদালত রায় ঘোষণা করলো।
আদালতের বিচারক শেখ নইমুদ্দিনকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেন।
IPC 302 (খুন) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের জেল।
IPC 307 (খুনের চেষ্টা) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের জেল।
IPC 326 (গুরুতর আঘাত করা) ধারায় সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের জেল।

সব মিলিয়ে তিনটি ধারায় সাজা ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণার সময় আদালত কড়া ভাষায় জানায়—এমন নৃশংস অপরাধ সমাজে এক ভয়ঙ্কর বার্তা দেয়, তাই কঠোরতম শাস্তিই একমাত্র উপযুক্ত প্রতিকার।
এই রায়ে ন্যায়বিচার পেলেন মৃতা রকিনা বিবির পরিবার।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।