জেলার খবর
Trending
ঘুমন্ত অবস্থায় লরির চাকায় পিষ্ট খালাসি, ঘটনাস্থলেই মৃত্যু
ঘুমন্ত অবস্থায় লরির চাকায় পিষ্ট খালাসি, ঘটনাস্থলেই মৃত্যু

সিউড়ি, সজল সেখ : বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত দুর্গপুর মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, সাঁইথিয়া থেকে সিউড়ির দিকে আসছিল একটি লরি। পথেই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে লরির নিচে শুয়ে পড়েন খালাসি রাজু শেখ। কিন্তু অসাবধানতাবশত চালক বিষয়টি খেয়াল করতে না পেরে গাড়িটি চালু করলে চাকার তলায় চাপা পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই খালাসির।

মৃত খালাসির নাম রাজু শেখ (বাড়ি পারুই থানার অন্তর্গত বোন সংখ্যা গ্রামে)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গ্রামে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।