চাকাইপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে।

আমার খবর, রামপুরহাট: কুসুম্বা পঞ্চায়েতের অধীনে চাকাইপুর গ্রামে বারটি পরিবারের ৭০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এই কুসুম্ব পঞ্চায়েত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। সম্প্রতি তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদে (টিআরডিএ) স্থান পেয়েছে এই পঞ্চায়েতের বেশকিছু গ্রাম। তার মধ্যে রয়েছে চাকাইপুর। যারা বিজেপি ছেড়ে সপরিবারে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তারা হলেন যথাক্রমে মনসা রাম দলুই, রাধেশ্যাম দলুই, ঘনশ্যাম দলুই, পার্থ লেট, তারক লেট, নবীন লেট, জয়ন্ত লেট, বীরেন্দ্র লেট, বিশ্বনাথ মোদক তারাপদ মোদক সূর্য মোদক সুনীল লেট সহ বারটি পরিবারের মোট ৭০ জন লোক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে শামিল হতে তাঁরা তৃণমূলে যোগদান করেছেন।
