জেলার খবর
Trending

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুতে বিক্ষোভ রামপুরহাট মেডিকেল কলেজে

রামপুরহাট, আমার খবর : বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। মৃত শিশুর পরিবারের দাবি, চিকিৎসকদের উদাসীনতা ও বিভ্রান্তিকর তথ্যের জেরে নবজাতকের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, পাইকর থানার নন্দীগ্রামের বাসিন্দা মেহেজুবি খাতুন ২৭শে আগস্ট সকাল দশটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন হাসপাতালে। অভিযোগ, চিকিৎসকেরা প্রথমে জানান তাঁর নরমাল ডেলিভারি হয়েছে। কিন্তু কয়েক ঘণ্টা পরে আবার বলা হয়, সিজারিয়ান অপারেশন করতে হবে। ২৮শে আগস্ট দুপুরে সিজার করার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু হয়। পরিবারের দাবি, এ খবর তারা জানতে পারেন দুপুর তিনটে নাগাদ।

ঘটনার পর ক্ষুব্ধ পরিবার চিকিৎসকের শাস্তির দাবিতে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে হাসপাতালের MSVP পলাশ দাস এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বিস্তারিত খবর দেখতে  ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button