চিকিৎসা গাফিলতির অভিযোগে শ্রমিকের মৃত্যু, উত্তেজনা চরমে
চিকিৎসা গাফিলতির অভিযোগে শ্রমিকের মৃত্যু, উত্তেজনা চরমে

সিউড়ী, সজল সেখ : বীরভূমের সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ফের চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠল। মৃতার নাম ঝুমা কোঁড়া (২৯), পেশায় ইটভাঁটার শ্রমিক। পরিবার সূত্রে জানা যায়, চারদিন আগে দুবরাজপুরে কাজ করার সময় তার পায়ে ইট পড়ে গুরুতর আঘাত লাগে। ব্যথা অসহনীয় হয়ে উঠলে গতকাল দুপুরে তাকে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। আজ সকালে ইনজেকশন দেওয়ার পরপরই ঝুমার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতালের গাফিলতিকেই দায়ী করে বিক্ষোভ দেখাতে শুরু করেন, মুহূর্তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে, হাসপাতালের সুপার জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে, রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের পাশাপাশি সরকারি স্বাস্থ্য পরিষেবার মান নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।