জেলার খবর
Trending

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল স্কুল।

বীরভূম, বক্রেশ্বর, আমার খবর : বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের হোলি মাদার ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলে এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। অভিযোগ, স্কুলে নির্মাণ বা রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত এক শ্রমিক মঙ্গলবার কাজ চলাকালীন ওই ছাত্রী এবং আরও একাধিক ছাত্রীর প্রতি অশালীন আচরণ করে।

ঘটনার কথা স্কুল থেকে বাড়ি ফিরে অভিভাবকদের জানায় নির্যাতিতারা। এরপরই বুধবার সকাল থেকে শতাধিক অভিভাবক স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, শুধু এক ছাত্রীর নয়, একাধিক শিশুর ওপর শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়েছে।

অভিভাবকদের ক্ষোভ আরও বাড়ায় এই অভিযোগ যে, ঘটনাটি ঘটার পরও স্কুল কর্তৃপক্ষ তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। জানা গিয়েছে, ঘটনার পরদিন পর্যন্ত স্কুল থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

স্কুলের প্রধান শিক্ষক শুভাশীষ দাস বলেন, “স্কুলের বদনাম হবে বলে বিষয়টি বাইরে জানাইনি। তবে এখন থানায় অভিযোগ করব।”

অপরদিকে স্কুল পরিচালন সমিতির সম্পাদক সৈকত প্রামাণিক জানান, “ঘটনাটা এইমাত্র শুনলাম। না জেনে কিছু বলা সম্ভব নয়।”

এদিকে, উত্তেজিত অভিভাবকরা স্কুলে কাজ করা ঠিকাদারকেও আটকে রাখেন, কারণ অভিযুক্ত শ্রমিক ওই ঠিকাদারের নিয়োগভুক্ত বলে দাবি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ দ্রুত স্কুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শ্রমিককে আটক করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পকসো আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা আরও কড়া নিরাপত্তা ও নজরদারি দাবি করেছেন যাতে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

Related Articles

Back to top button