জেলার খবর
Trending

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গৃহ শিক্ষককে মারধর

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গৃহ শিক্ষককে মারধর

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট : এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রামপুরহাটে এক গৃহ শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। অভিযুক্তের নাম অভিজিৎ পাল। তিনি একটি সরকারি স্কুলে পার্ট-টাইম শিক্ষকতার পাশাপাশি গৃহ শিক্ষক হিসেবেও কাজ করেন।

অভিযোগ, পড়াতে যাওয়ার সময় ওই ছাত্রীর প্রতি বারবার অশ্লীল প্রস্তাব দিতেন অভিযুক্ত শিক্ষক। এমনকি শারীরিক স্পর্শ করার চেষ্টাও করতেন। ভয়ে ও সামাজিক মান-সম্মানের কারণে ছাত্রী এতদিন কাউকে কিছু বলতে পারেনি।

সম্প্রতি রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনার পর সাহস সঞ্চয় করে পরিবারকে বিষয়টি জানায় ভুক্তভোগী ছাত্রী। এরপর পরিবার অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠায়। খবর পেয়ে স্থানীয় যুবকেরা সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তকে বেধড়ক মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button