জেলার খবর
Trending

ছাত্রী খুনে , কড়া বার্তা দিলেন বীরভূম জেলা পুলিশ সুপার

ছাত্রী খুনে , কড়া বার্তা দিলেন বীরভূম জেলা পুলিশ সুপার

রামপুরহাট, আমার খবর : রামপুরহাটের সপ্তম শ্রেণির ছাত্রী খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদ্বীপ। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্ত শিক্ষক জঘন্যতম অপরাধ করেছেন এবং তার যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তার জন্য বীরভূম জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে। খুব শীঘ্রই তদন্ত শেষ করে চার্জশিট আদালতে দাখিল করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সুপার বলেন, “এই ঘটনার তদন্তে কোনওভাবেই কাউকে রেয়াত করা হবে না।” এই মামলায় আগে যিনি আইও ছিলেন তাঁকে সরিয়ে এখন এসডিপিওকে তদন্তভার দেওয়া হয়েছে। পাশাপাশি মৃত ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এছাড়া ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন গুজবকে ভুয়ো বলে দাবি করেছেন এসপি। তিনি সতর্ক করে জানান, তদন্তে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য পুলিশ আধিকারিক ছাড়া অন্য কেউ যদি সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও ভুয়ো তথ্য ছড়ান, তবে তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button