
তারাপীঠ, ২৭ জুন : এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা নয় রথে রাজবেশে রথে সাওয়ার স্বয়ং মা তারা। তারা মাকে রথে দেখতে অসংখ্য মানুষের ঢল তারাপীঠে। এটাই নতুন কিছু নয় যুগ যুগ ধরে এমনই হয়ে আছে বীরভূমের তারাপীঠ। সেই পরম্পরা কে রক্ষা করে আসছে তারাপীঠ। তাই প্রতি বছরই রথের সময় মা তারা কে রাজ বেশে সাজিয়ে গর্ভ গৃহ থেকে বের করে রথে চাপানো হয়। এরপর তারাপীঠ পরিক্রমা করেন মা তারা। যা দেখতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে তারাপীঠে। রথ মানে জিলিপি, পাপড় মা তারার উদ্দেশ্যে ভক্তরা নিবেদন করেন জিলিপি পাপড়।
