জল ঢালার বদলে জুটলো পুলিশের মার, প্রতিবাদে পথ অবরোধ
জল ঢালার বদলে জুটলো পুলিশের মার, প্রতিবাদে পথ অবরোধ

বোলপুর, মুনতাজ রহমান(বাপি) : শ্রাবণ মাসের শেষ সোমবার তিন দিন ধরে কয়েকশ কিলোমিটার পায়ে হেঁটে বোলপুরে এসে পৌঁছে পুলিশের হাতে মার ও দুর্ব্যবহার জুটলো শিব ভক্তদের। প্রতিবাদে বাবার মাথায় জল না ঢালার সিদ্ধান্ত নেন বেশ কয়েকজন যুবক। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বোলপুর। পথ অবরোধ থেকে শুরু কর থানা ঘেরাও করেন শিব ভক্তরা।

জানা গেছে, বোলপুরের সুরথেশ্বরতলা শিবমন্দিরে শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাধারণ মানুষ ও শিবভক্তদের মধ্যে বচসা সৃষ্টি হয়। অভিযোগ, শনিবার সকাল থেকে উদ্ধারনপুর থেকে গঙ্গাজল নিয়ে একদল ভক্ত সুরথেশ্বর শিবমন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। মন্দিরে পৌঁছে তারা দেখতে পান, এনএইচ-২ জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। ভক্তরা পুলিশের কাছে যানজট মুক্ত করার আবেদন জানালে, পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয়, বলে অভিযোগ। শিব ভক্তদের অভিযোগ, ভেঙে দেওয়া হয় বেশ কয়েকজনের মোবাইল।

এর প্রতিবাদে শিবভক্তরা জল না ঢেলে ফিরে আসেন এবং বোলপুরের কাশিমবাজার রোড অবরোধ করেন। এরপর বিক্ষোভকারীরা থানা ঘেরাও করেন। বিক্ষোভকারীদের দাবি ছিল, পুলিশের দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে এতদূর পায়ে হেঁটে এসেও বাবার মাথায় জল ঢালবেন না তারা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হবে ততদিন উদ্ধারনপুর থেকে নিয়ে আসা গঙ্গার জল পাড়ার মন্দিরে রাখবেন তারা।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।