জেলার খবর
Trending

জল মন্দিরে, বেনারসী শাড়ি-ধুতি গুটিয়ে বিয়ে কঙ্কালীতলায়।

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : জলে জলে বিয়ে! শুধু জলে জলে বিয়ে বললে ভুল হবে, বলা যেতে পারে জল ডিঙিয়ে বিয়ে। বিয়ে করতে কনে এলেন কাপড় গুটিয়ে, এদিকে বরকেও আসতে হল ধুতি গুটিয়ে। কোথায়, কেন এমন বিয়ে!
বীরভূমের ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার একে অপরের প্রেমে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁরা শ্রাবণ মাসেই বিয়ে করবেন বলে ঠিক করেন আর বিয়ে করার জায়গা হিসেবে কঙ্কালীতলাকে বেছে নেন। এই কঙ্কালীতলাতে বিয়ে করতে এসেই তাঁদের রীতিমতো হাঁটুর ওপর কাপড় ও ধুতি গুটিয়ে বিয়ে করতে হল।
দিনকয়েক ধরেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে জল বেড়েছে কোপাই নদীর। কোপাই নদীর জল এতটাই বেড়েছে যে সেই জল এখন কঙ্কালীতলা মন্দিরের প্রাঙ্গণে উঠে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে বিয়ে করতে বেনারসী শাড়ি ও বরের ধুতি হাঁটুর উপর গুটিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়।


অনেকেই বিয়েকে স্মৃতিমধুর করে রাখার জন্য বিভিন্ন বন্দোবস্ত করে থাকেন। তবে এ যেন দুজনের বিয়ে প্রকৃতিই আলাদা স্মৃতি করে রেখে দিল। এমনটাই বলতে শোনা গেল কনে শ্রাবণী সরকারকে। তিনি জানান, আজীবন মনে থাকবে তাঁদের এই বিয়ের দিনটি আর তাঁদের বিয়ে করার মধুর মুহূর্ত।

Related Articles

Back to top button