জেলার খবর
Trending

জাতীয় পতাকা হাতে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর পথ আটকে বিক্ষোভ

জাতীয় পতাকা হাতে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর পথ আটকে বিক্ষোভ

মল্লারপুর, সংকল্প দে : জাতীয় পতাকা হাতে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর পথ আটকে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। কি এমন ঘটনা ঘটল তাই ব্যবসায়ীদের এত উত্তেজনা জাতীয় সড়কের উপর? উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা মল্লারপুরের বুকের উপর দিয়ে যাওয়া এই ১৪ নম্বর জাতীয় সড়ক। আর সেই বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে ১৪নং জাতীয় সড়কের হয়েছে বেহাল দশা। বেহাল রাস্তার হাল ফেরাতে ক্ষণিকের পথ অবরোধ মল্লারপুর স্থানীয় ব্যবসায়ীদের। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে বীরভূমের মল্লারপুর থানার বাহিনা মোড়ে স্থানীয় ব্যাবসায়ীরা রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে মল্লারপুরের পুলিশ এবং ব্যবসায়িকদের সঙ্গে কথা বলে সন্তুষ্ট করার পর উঠানো হয় পথ অবরোধ। স্থানীয় ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল হয়ে পড়েছে।

রাস্তায় প্রতিনিয়ত গাড়ি চলাচলের কারণে ধুলোয় ভরে যায় গোটা এলাকা। এমনকি প্রতিনিয়তই এই রাস্তার উপর ছোট বড় পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। রাস্তার দুই ধারে রয়েছে একাধিক খাবারের দোকান। রাস্তার দুই ধারে থাকা খাবার দোকানগুলি ধুলোতে পরিপূর্ণ হয়ে উঠছে।সেই গুলোর হাত থেকে রেহাই পেতে এবং দুর্ঘটনা এড়াতেই সাধারণ মানুষ থেকে স্থানীয় ব্যবসাদাররা বাহিনা মোড়ে পথ অবরোধ করেন।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button