“জান চলে গেলে বুঝবি” শান্তিনিকেতনে খুনের হুমকি
“জান চলে গেলে বুঝবি” খুনের হুমকি শান্তিনিকেতনে

শান্তিনিকেতন, মুনতাজ রহমান : শান্তিনিকেতনে দুঃসাহসিক হুমকি! প্রাক্তন বিচারপতির ছেলের নিরাপত্তারক্ষীর হাতেই পৌঁছল প্রাণনাশের চিঠি। একেবারে সিনেমার দৃশ্য যেন! প্রাক্তন হাইকোর্টের বিচারপতির ছেলে ও কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায় সরস্বতীর নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠল। মাত্র দুই মাস আগে নিজের শান্তিনিকেতনের বাড়িতে এসে হুমকির মুখে পড়েছিলেন তিনি, থানায় লিখিত অভিযোগও করেছিলেন।
এবার ঘটল আরও চাঞ্চল্যকর কাণ্ড! শুক্রবার দুপুরে, বিচারপতির পরিবারের জন্য নিযুক্ত সরকারি নিরাপত্তারক্ষীর হাতেই এক অজ্ঞাতপরিচয় বাইক আরোহী দিয়ে গেল হুমকি চিঠি। তাতে স্পষ্ট হুমকি— “শালা কথা শুনছিস না, জান চলে গেলে বুঝবি”।

চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই থানায় অভিযোগ দায়ের করেন অনন্য রায় সরস্বতী। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, ওই বাইক আরোহী নিরাপত্তারক্ষীর হাতে কিছু তুলে দিচ্ছে। পুলিশের হাতে রয়েছে চিঠির ছবিও।
পুলিশ ইতিমধ্যেই চিঠি ও ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। এরই মধ্যে বাড়ানো হয়েছে এলাকায় নিরাপত্তা। শান্তিনিকেতনে এমন দুঃসাহসিক হুমকি ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।