জেলার খবর
Trending

জিমে অসুস্থ হলে কী করবেন? সচেতনতা কর্মশালা বোলপুরে

জিমে অসুস্থ হলে কী করবেন? সচেতনতা কর্মশালা বোলপুরে

বোলপুর, দেবস্মিতা চট্টোপাধ্যায় : কয়েকদিন আগে বোলপুরে শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়। সেই মর্মান্তিক ঘটনার পর প্রতিরোধমূলক উদ্যোগ নিল বোলপুরের সৌহার্দ্য জিম। এদিন জিমের ট্রেনারদের নিয়ে এক বিশেষ সচেতনতা আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ দিপ্তেন্দু দত্ত। তিনি জিমে শরীরচর্চা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কীভাবে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে হবে, কী কী সতর্কতা অবলম্বন করা উচিত এবং চিকিৎসকের কাছে পৌঁছানোর আগে কী পদক্ষেপ নেওয়া জরুরি—এসব বিষয়ে বিস্তারিত জানান। চিকিৎসক দিপ্তেন্দু দত্ত ছাড়া উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ফারা সুলতানা।

ডাঃ দত্তর মতে, জিমে প্রাথমিক চিকিৎসা (First Aid) সরঞ্জাম রাখা বাধ্যতামূলক, ট্রেনারদের সিপিআর (CPR) ও জরুরি পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণ থাকা উচিত। পাশাপাশি জিমে যোগ দেওয়ার আগে প্রত্যেক সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেইনারদের বিস্তারিত খুঁটিনাটি বিষয় তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

জিম কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে তারা আরও সচেতনতা বাড়াবে এবং প্রতিটি ট্রেনারকে জরুরি চিকিৎসা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button