জেলার খবর
জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বীরভূম, আমার খবর : জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ শে জুলাই জেলাই আসবেন তিনি। ইলামবাজারে একটি সভা করবেন তিনি সেই সভা থেকে জেলার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এছাড়া ২৯ তারিখে বোলপুরে একটি পদযাত্রা করবেন বাংলা ভাষার পক্ষে বাঙালি নির্যাতনের প্রতিবাদে।

সেই পদযাত্রায় মুখ্যমন্ত্রী সঙ্গে পা মেলাবেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, কাজল সেখ,আশীষ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। ২৮শে জুলাই আসছেন জেলায় সেদিন রাত্রি বাস করবেন বোলপুরের রাঙা বিতানে এরপর ২৯ জুলাই ফিরে যাওয়ার কথা রয়েছে তার। এমটাই সুত্রের খবর।