জেলার খবর
Trending

টোটো-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আশঙ্কাজনক অবস্থায় ৪ জন

টোটো-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আশঙ্কাজনক অবস্থায় ৪ জন

রামপুরহাট, দেবস্মিতা চট্টোপাধ্যায় : বীরভূমের মল্লারপুর থানার মহুলা গ্রামের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের। গুরুতর জখম হয়েছেন আরও চারজন, তাদের মধ্যে রয়েছে দুই শিশু। আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলে গ্রাম থেকে আত্মীয়ের বাড়ি থেকে টোটো করে ফিরছিলেন কয়েকজন গ্রামবাসী। ফেরার পথে মহুলা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টোটোটির। জখম ছ’জনকে তড়িঘড়ি করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের নাম প্রতীক লেট ও তার মেয়ে পমি লেট। তাদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। অন্য চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা ট্রাক্টরটিকে আটক করে রাখেন। পরে পুলিশ গিয়ে ট্রাক্টরটিকে থানায় নিয়ে যায়। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button