
দুবরাজপুর, সেখ অলি মহম্মদ : অবৈধ কয়লা, পাথর, বালির পর এবার কাঠ পাচার রুখে দিল দুবরাজপুর থানার পুলিশ। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ নিরাময় জঙ্গলের কাছে কাঠ বোঝাই একটি ট্রাক্টর আটক করে। কাঠ পাচারকারীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর দিতে পারেনি। এবং তারা ওই কাঠ গুলোর কোন বৈধ কাগজ দেখাতে পারেননি। তাই কাঠ পাচারের অভিযোগে গতকাল রাত্রে দুইজনকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ নজরুল, তার বাড়ি পারুই থানার গোরাপাড়া গ্রামে এবং অন্যজন শেখ লালচাঁদ, তার বাড়ি পারুই থানার মাকড়া গ্রামে। কাঠ পাচারকারী দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। পাচারের উদ্দেশ্যেই লক্ষাধিক টাকার কাঠগুলি ট্রাক্টরে আনা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। এই কাঠগুলো কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানা পুলিশ।