
ময়ূরেশ্বর, মুনতাজ রহমান : বীরভূমের ময়ূরেশ্বর থানার রামনগর–হটিনগর রাস্তায় নাকা চেকিং চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ লেখা একটি গাড়ি আটকাতেই ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী।
পুলিশ সূত্রে জানা যায়, আটক গাড়ির যাত্রীদের কথায় অসঙ্গতি মেলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই গ্রেপ্তার করা হয় লক্ষীকান্ত ঘোষ, জাফর শরীফ, অশোক মণ্ডল, শেখ বুলাম ও বিশু ঘোষকে। তাদের সকলের বাড়ি মালদার মানিকচক এলাকায়।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে—নগদ ১ লক্ষ ৭৩ হাজার ৫৬০ টাকা, লঙ্কা গুঁড়ো, এসিডজাতীয় তরল পদার্থ, ধারালো অস্ত্র আরও নানান সামগ্রী।

পুলিশের অনুমান, ওই ভুয়ো পুলিশ গাড়ি ব্যবহার করে বড়সড় ডাকাতির ছক কষা হচ্ছিল।
শুক্রবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।