জেলার খবর
Trending
ডাক মিলছে না, সাংসদ শতাব্দী রায়ের কাছে ক্ষোভের সুর প্রাক্তন তৃণমূল নেতার
ডাক মিলছে না, সাংসদ শতাব্দী রায়ের কাছে ক্ষোভের সুর প্রাক্তন তৃণমূল নেতার

সিউড়ি, আমার খবর : সিউড়ি শহরের প্রাক্তন তৃণমূল শহর সভাপতি ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ শতাব্দী রায়ের কাছে। অভিযোগ, বিভিন্ন অনুষ্ঠান কিংবা দলের কার্যক্রমে ডাক পাচ্ছেন না পুরনো কর্মীরা। আসন্ন ভোটের আগে সংগঠনকে শক্ত করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন, দাবি তাঁর।
পাল্টা জবাবে সাংসদ শতাব্দী রায় বলেন, “সবাইকে নিয়ে একসাথে চলছি। দীর্ঘদিন ধরে এই জেলায় আছি, সকলে আমার খুব প্রিয়।”

অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শতাব্দী রায়ের প্রতিক্রিয়া, “তুমিও দেখছো, আমিও দেখছি। এ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যারা অন্যায় করেছে, শাস্তি পাচ্ছে তো। চাকরি গেছে। শাসকদলের নেতাদের জন্য যদি কারও চাকরি হয়ে থাকে, সে বিষয়ে দল কথা বলবে।”
বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।