জেলার খবর
Trending

ড. রাধাকৃষ্ণণের জন্মদিনে শিক্ষক সমাজকে শ্রদ্ধা

ড. রাধাকৃষ্ণণের জন্মদিনে শিক্ষক সমাজকে শ্রদ্ধা

আমার খবর : আজ ৫ই সেপ্টেম্বর। সারা ভারতজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। এই দিনটি প্রখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ-এর জন্মদিন উপলক্ষেই পালন করা হয়।

১৯৬২ সালে রাষ্ট্রপতির পদে আসীন হওয়ার পর তাঁর জন্মদিনে বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হলে রাধাকৃষ্ণণ বিনম্রভাবে জানান— তাঁর ব্যক্তিগত জন্মদিন পালনের চেয়ে যদি দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তবে সেটিই হবে তাঁর কাছে বড় সম্মান। সেই থেকেই ৫ই সেপ্টেম্বর ভারতজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে।

দেশের নানা প্রান্তে আজ ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা, আলোচনা সভা ও প্রতীকী ক্লাস। এই দিনে শিক্ষকের অবদানকে স্মরণ করার পাশাপাশি শিক্ষা ও নৈতিকতার বার্তাকেও গুরুত্ব দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষক দিবস

ভারতের মতোই বিশ্বের নানা দেশে ভিন্ন দিনে পালিত হয় শিক্ষক দিবস।

৫ই অক্টোবর – UNESCO ঘোষিত আন্তর্জাতিক শিক্ষক দিবস, যা বিশ্বের বহু দেশে পালিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র – মে মাসের প্রথম মঙ্গলবার শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।

চীন – ১০ই সেপ্টেম্বর শিক্ষক দিবস।

বাংলাদেশ – ৫ই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়।

থাইল্যান্ড – ১৬ই জানুয়ারি শিক্ষক দিবস।

তুরস্ক – ২৪শে নভেম্বর শিক্ষক দিবস।

এভাবে ভিন্ন দিনে হলেও উদ্দেশ্য এক— শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং সমাজ ও জাতি গঠনে তাঁদের অসামান্য অবদানকে সম্মান করা।

Related Articles

Back to top button