জেলার খবর
Trending

তারাপীঠে কৌশিকী অমাবস্যা : লক্ষাধিক ভক্তের ভিড়

তারাপীঠে কৌশিকী অমাবস্যা : লক্ষাধিক ভক্তের ভিড়

তারাপীঠ, দেবস্মিতা চট্টোপাধ্যায় : রাত পোহালেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব—কৌশিকী অমাবস্যা। বিশেষ এই তিথি উপলক্ষে সেজে উঠেছে গোটা তারাপীঠ। বৃহস্পতিবার থেকেই দূরদূরান্ত থেকে সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। লক্ষাধিক মানুষের সমাগম সামলাতে বাঁশের ব্যারিকেড, ফুল ও আলোকসজ্জায় সেজে তোলা হচ্ছে মন্দির চত্বর। একই সঙ্গে আজ রাত থেকেই তারাপীঠ শহর মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে।

কথিত আছে, দেবী তারার অপর নামই কোৗশিকী। শুম্ভ-নিশুম্ভ বধের সময় দেবী নিজ দেহকোষ থেকে কোৗশিকী রূপে আবির্ভূত হয়েছিলেন। আবার এই তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই ভক্তদের কাছে বিশেষ পুণ্যলাভের দিন হিসেবে বিবেচিত হয় কোৗশিকী অমাবস্যা। এদিন তন্ত্রসাধকরাও মহাশ্মশানে তন্ত্রসাধনায় মেতে ওঠেন।

আগামীকাল শুক্রবার ২২ অগস্ট সকাল ১১টা ৫৫ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি, চলবে শনিবার সকাল ১১টা ২৪ মিনিট পর্যন্ত। শুক্রবার ভোরে স্নান ও মঙ্গলারতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। তিথি শুরু হতেই তারাঅঙ্গে দেবী কোৗশিকীর বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় দেবী তারাকে স্বর্ণালঙ্কারে রাজবেশে সাজানো হবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন থাকছে প্রায় ২৭০০ পুলিশ কর্মী। থাকবে ১০টি ওয়াচ টাওয়ার, ৩৭টি ড্রপগেট ও ২১টি পুলিশ সহায়তা বুথ। সঙ্গে র‌্যাফ, সাদা পোশাকের পুলিশ ও অ্যান্টি ক্রাইম টিম। ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে ড্রোন ক্যামেরা। জনবহুল মোড়ে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন, যাতে মন্দিরে প্রবেশ করতে না পারলেও ভক্তরা সেখান থেকে দেবীর আরাধনা ও আরতি দেখতে পারেন।

বিস্তারিত খবর দেখতে ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে।

Related Articles

Back to top button