জেলার খবর
Trending

তারাপীঠে গড়ে উঠবে ৫১ সতীপীঠের আদলে মন্দির, শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

দীর্ঘ প্রতীক্ষার পর জমিজট কাটিয়ে তারাপীঠে গড়ে উঠতে চলেছে ৫১টি সতীপীঠের আদলে একটি বিশাল মন্দির ও পীঠস্থান। মঙ্গলবার ইলামবাজারের প্রশাসনিক সভায় ভার্চুয়ালি প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উদয়পুর মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, তারাপীঠ যাওয়ার মুখেই উদয়পুর মৌজায় প্রায় ৩১ একর জমিতে তৈরি হবে এই প্রকল্প। ৫১ সতীপীঠের আদলে নির্মিত হবে মন্দির ও পীঠস্থান। একইসঙ্গে শিশুদের জন্য তৈরি হবে একটি আধুনিক উদ্যান। এই প্রকল্পের বাস্তবায়ন করবে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ।
প্রশাসন সূত্রে খবর, রামপুরহাট ১ এবং ২ নম্বর ব্লকের সংযুক্ত উদ্যোগে গড়ে তোলা হবে এই ধর্মীয় পর্যটন কেন্দ্র।

Related Articles

Back to top button